ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় অপু বিশ্বাস

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার ছোঁয়া লেগেছে বিনোদন জগতেও। আর এই উত্তেজনা থেকে বাদ পড়েননি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সবাই যখন তার নিজের দলটি নিয়ে নানা কর্ম কাণ্ডে ব্যস্ত ঠিক এমন সময় ব্রাজিলের এই সাপোর্টারও বসে থাকতে পারেননি। সম্প্রতি ক্যামেরার সামনে পছন্দের দল ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় ফটোশুটে অংশগ্রহন করেন।

 
ফুটবল নিয়ে এক মজার ভঙ্গিতে চিত্রনায়িকা অপু।
 
 বিশ্বকাপের উন্মাদনায় গুলশানের রাস্তায় ফুটবল নিয়ে ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
 
মাঠে নেমে খেলার সুযোগটি না পেলেও ক্যামেরার সামনে পেয়ে হাত ছাড়া করতে নারাজ এই নায়িকা। তাই সুযোগটিকে কাজে লাগিয়ে দিলেন একটি শট।

 ফুটবল হাতে অপু বিশ্বাসকে দেখে মনে হচ্ছে বলকে কি যেন বুজিয়ে দিচ্ছেন তিনি হয়তো বা প্রতিপক্ষের কাছে না যাওয়ার মন্ত্রই বলে দিচ্ছেন।